আরদেবিল জাদুঘরে ইরানি মালভূমির ৫হাজার বছরের ঐতিহাস ও সংস্কৃতির প্রদর্শনী
পোস্ট হয়েছে: জুন ১৯, ২০২০

ইরানি মালভূমির ৫ হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি দেখতে হলে ঘুরে আসতে হবে আরদেবিল প্রত্নতত্ত্ব জাদুঘর। ১৭শ বর্গমিটার ভবনের জমকালো জাদুঘরটি অবস্থিত ইরানের উত্তরপশ্চিম অঞ্চলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া শেখ সাফি আদ-দিন খানেগাহ ও শিরিন এনসেম্বল এর নিকটেই জাদুঘরটি অবস্থিত।
আরদেবিল জাদুঘর ২০০৮ সালে সাফাবিদ যুগের (১৫০১ থেকে ১৭৩৬) স্থাপন্য শৈলীতে নির্মাণ করা হয়। মিউজিয়ামটিতে ব্রোঞ্জ যুগ থেকে কাজার যুগ পর্যন্ত (১৭৮৯ থেকে ১৯২৫) বিভিন্ন সময়কালের ঘরে ধ্বংসাবশেষ ও বিভিন্ন কর্ম শোভা পাচ্ছে। দর্শনার্থীদের কাছে মৃৎশিল্প, কাঁচের জিনিসপত্র ও ধাতুর সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বিভিন্ন ঐতিহাসিক যুগে আরদাবিলের ইতিহাসের বিবর্তন ফুটে উঠেছে।
জাদুঘরের পাশাপাশি এটি একটি গবেষণা ইনস্টিটিউটও। এখানে কয়েকটি গবেষণা প্রকল্প পরিচালনা করা হয়েছে। সেই সাথে আবিষ্কৃত ঐতিহাসিক বস্তুর পুনরুদ্ধার নিয়ে এখানে গবেষণা করা হয়। জাদুঘরের পরিচালক অমিদ ইয়াজদানি এমন তথ্য জানান। জাদুঘরটিতে নিকট ভবিষ্যতে আরও দুটি সেকশন যুক্ত করা হবে বলে জানান তিনি। নতুন অংশে আরদাবিল প্রদেশের সাথে সম্পৃক্ত মুদ্রা ও সূক্ষ্ম নথিসমূহের সংগ্রহ দেখানো হবে।
সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উপরে অবস্থিত আরদাবিল প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিপরায়ণ জনগণ এবং এখানকার ঐতিহ্যবাহী রেশম ও গালিচা বাণিজ্যের জন্য সুপরিচিত। সূত্র: তেহরান টাইমস।