আমেরিকায় ‘বিহাইন্ড দ্যা গ্লাসেস’র অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২১

আমেরিকার ব্লাউন্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বিহাইন্ড দ্যা গ্লাসেস’। চলচ্চিত্রকার মেহদি ইরভানি পরিচালিত ছবিটি উৎসবের পাওয়ার অব দ্যা ফিল্ম পুরস্কার লাভ করে।
দর্শকদের মাঝে শক্তিশালী প্রভাব ফেলতে সক্ষম হয় এমন চলচ্চিত্রকে দ্যা পাওয়ার অব দ্যা ফিল্ম পুরস্কার দেয়া হয়।
আমেরিকার উইসকনসিনে ১৯ থেকে ২৮ ফেব্রুয়ারি ব্লাউন্ট চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।