মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকায় ইরানের রপ্তানি বেড়েছে ১৬ গুণ

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২২ 

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথমার্ধ্বে ইরানের রপ্তানি বেড়েছে ১৬ গুণ। ২০২১ সালের প্রথম ছয় মাসের তুলনায় এই রপ্তানি বেড়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর প্রকাশিত তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এই বছরের প্রথমার্ধ্বে ইরান থেকে ৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। যেখানে গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ডলার। মঙ্গলবার তাসনিম বার্তা সংস্থা এই খবর দিয়েছে।উল্লিখিত তথ্য অনুযায়ী, দুই দেশ ২০২২ সালের প্রথমার্ধ্বে ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য বাণিজ্য করেছে। ২০২১ সালের প্রথমার্ধ্বের তুলনায় যা ১৮ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।