আবারও ইরানের তেল কেনা শুরু করবে দক্ষিণ কোরিয়া
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০১৯
মাসখানেকের মধ্যেই দক্ষিণ কোরিয়া আবারো ইরানের তেল কেনা শুরু করবে। দক্ষিণ কোরিয়ার তেল শোধনাগার এস. কে. ইনোভেশন এর নির্বাহী পরিচালক কিম জুন জানান, আগামি এক মাসের মধ্যে আমরা ইরান থেকে আবারও অপরিশোধিত তেল আমদানি করতে যাচ্ছি।
কিম জুন বলেন, সিউল ইরানের সঙ্গে তেল আমদানির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে ইরানের অপরিশোধিত তেলের চালান দক্ষিণ কোরিয়ায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তেহরান বিরোধী মার্কিন তেল নিষেধাজ্ঞার কারণে সিউল ২০১৮ সালের নভেম্বরের আগেই ইরান থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়। তার কিছুদিন পর সিউল ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার ব্যাপারে ছয় মাসের অনুমতি পায়।
ইরানি তেল আমদানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। চীন ও ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও ইরানের অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ক্রেতা।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়া ইরান থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করবে। পার্সটুডে ।