রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আবর্জনা ফেলার ন্যানোপাত্র তৈরি করছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

ন্যানোকণা দিয়ে জীবাণু-প্রতিরোধক আবর্জনা ফেলার পাত্র তৈরি করতে সক্ষম হয়েছে ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি। ইরানের ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের তথ্য মতে, পণ্যটি ইরানের আইএনএসও১১৪৫ মান পূরণে সক্ষম হয়েছে।

পাত্রটি ‘ফুড গ্রেড’ ও ‘বিপিএ-ফ্রি’ উপাদান ও জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস (জেডএনও) দিয়ে উৎপাদন করা হচ্ছে। বিদেশী কোম্পানির পণ্যের তুলনায় এটি আরও বেশি উপযুক্ত নকশায় স্বল্প মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।