শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০১৭ 

news-image

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) চারটি মেডেল জিতে তৃতীয় অবস্থান অধিকার করেছে ইরানের হাইস্কুল ছাত্ররা।

রসায়ন অলিম্পিয়াডের অনুষ্ঠানে ৭৬টি দেশ থেকে ২৯৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে ইরানি স্কোয়াড তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক সংগ্রহ করেছে।

অলিম্পিয়াডে তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের টিম যথাক্রমে শীর্ষ দুই অবস্থান অধিকার করেছে। এরপরেই র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান অর্জন করেছে ইরানি টিম।

৪৯তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড থাইল্যান্ডের কেন্দ্রীয় প্রদেশ নাখোন পাথোমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইরানের আমির হোসেইন বেহনুশ, পরসা পিরোজ, আমির আব্বাস কাজেমিনিয়া স্বর্ণপদক পেয়েছে। রৌপ্যপদক জিতেছে সোরোশ বানিয়ানি।

শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে এসব পদক তুলে দেওয়া হয়। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় আইসিএইচও কমিটি ৩৬টি স্বর্ণ, ৬৫টি রৌপ্য ও ৯৫টি ব্রোঞ্জপদক প্রদান করেছে।   সূত্র: মেহের নিউজ।