শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ইরান পেয়েছে চার পদক

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২০ 

news-image

হাই স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিরা স্বর্ণসহ চারটি পদক অর্জন করেছেন। এর মধ্যে আরো রয়েছে দুটি রুপা এবং একটি ব্রোঞ্জ পদক।

গত ২৫ জুলাই তুরস্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬০টি দেশের ২৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন এবং তারা তাদের রসায়নকেন্দ্রিক জ্ঞানের পরীক্ষা দেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে এবারের রসায়ন অলিম্পিয়াড অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

গত বছর ফ্রান্সে অনুষ্ঠিত রসায়ন অলিম্পিয়াডে ইরানের শিক্ষার্থীরা একটি স্বর্ণ, দুটি রুপা এবং এটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামি প্রজাতন্ত্র ইরান যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অর্জিত এই সাফল্য তারই প্রমাণ। পার্সটুডে।