আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা হলো ফারসি চিতা প্রকল্প
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২১
ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটেশন ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড (এফআইএ) এর বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে ফারসি চিতা প্রকল্পকে। ফারসি চিতা গবেষণা কেন্দ্রের প্রধান আরেজু সানেয়েই এই তথ্য জানান।
পেশাদার সংস্থা এফআইএ এর ৬৫টির অধিক সদস্য রাষ্ট্র রয়েছে। ২০ বছরের অধিক সময় ধরে চ্যালেঞ্জে মোকাবেলা ও ফল লাভে দৃঢ়ভাবে সংস্থাটি সহায়ক শক্তি হিসাবে কাজ করে আসছে। তিনি জানান, এফআইএ সেই সংস্থাগুলোকে সম্মানিত করে যারা পরিমাপযোগ্য এবং ইতিবাচক প্রভাব অর্জনের জন্য সুবিধা ব্যবহার করেছে। ২০২১ সালে বিভিন্ন কোম্পানি ও দেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রকল্পগুলো (যেমন স্বাস্থ্য, বন্যপ্রাণী, গ্রামীণ পুনরুজ্জীবন, আবাসন নীতির নকশা, পরিষেবা সরবরাহের উন্নতির জন্য কর্মক্ষমতা সূচক, সামাজিক কল্যাণ, ইত্যাদি) এই পুরস্কারের জন্য আবেদন করে। মূল্যায়নের ভিত্তিতে ইরান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সৌদি আরব, ভারত, তাইওয়ান, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকার প্রকল্পগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এতে ফারসি চিতা প্রকল্পকে প্রথম পর্যায়ের পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সূত্র: তেহরান টাইমস।