আন্তর্জাতিক আর্মি গেমের ডেপথ ইভেন্টে প্রথম ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০১৮

সপ্ত দেশীয় আন্তর্জাতিক আর্মি গেমের ডেপথ কমপিটিশন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে স্বাগতিক ইরান। সাত দিনের তীব্র প্রতিযোগিতার পর বৃহস্পতিবার এই জয় ঘরে তোলে দেশটির নৌবাহিনীর ডুবুরি দল। ইরানের উত্তরাঞ্চলীয় শহর নাওশাহরে ১ থেকে ৯ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডেপথ কমপিটিশনের সাতটি আইটেমের সবগুলিতে রেকর্ড করতে সক্ষম হয় ইরানের নৌবাহিনী ডুবুরি দল। দারুণ পারফরমেন্সের মধ্য দিয়ে এই ইভেন্টে প্রথম স্থান অর্জন করে দলটি। অন্যদিকে, ডেপথ কমপিটিশন ইভেন্টে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাশিয়া ও ভেনেজুয়েলা। তৃতীয় স্থান দখল করেছে সিরিয়ার জাতীয় ডুবুরি দল।
২০১৮ আন্তর্জাতিক আর্মি গেমে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ইভেন্ট সংখ্যা ছিল ২৮টি। যার মধ্যে ডেপথ কমপিটিশন একটি। ইরানের আমন্ত্রণে শতাধিক পার্টিসিপেন্ট এবারের গেমে অংশ নেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই আন্তর্জাতিক আর্মি গেমের যাত্রা শুরু হয়। এবছর গেমটি যৌথভাবে আয়োজন করে রাশিয়া, ইরান, চীন, বেলারুস, আযারবাইজান, কাজাখস্থান ও আরমেনিয়া। আর্মি গেম ২৯ জুলাই শুরু হয়ে চলে ১১ আগস্ট পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।