শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক আইন মানলে ইরানের আকাশ সবার জন্য উন্মুক্ত: তেহরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৬ 

news-image

ইরানের আকাশ সম্পূর্ণ নিরাপদ এবং আন্তর্জাতিক নীতিমালা মেনে সব আন্তর্জাতিক বিমান কোনো বাধা ছাড়াই তা ব্যবহার করতে পারে। তেহরানে অনুষ্ঠিত সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশন বা সিএপিএ সম্মেলনে ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এ মন্তব্য করেছেন। ইরানের বিমান সংস্থায় অর্থায়নের লক্ষ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেছেন, “সব আন্তর্জাতিক বিমান কোনো নিষেধাজ্ঞা ছাড়াই ইরানের আকাশপথ ব্যবহার করতে পারবে। আন্তর্জাতিক নীতিমালা মেনে চললে ইরানের আকাশপথ পুরোপুরি নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত।”

বিশ্বের ২০টি দেশের ১৫০ জন প্রতিনিধির অংশগ্রহণের মধ্যদিয়ে রোববার দিনের প্রথম ভাগে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। বিমানশিল্পকে অর্থনৈতিক বিনিময়ের বৈশ্বিক ভিত্তি হিসেবে তুলে ধরে আখুন্দি বলেন, এটি বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন ও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। বর্তমানে ইরানের বিমানশিল্পের উন্নয়নে কোনো বাধা নেই বলেও জানান তিনি।

সূত্র: পার্সটুডে