মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আট দেশে করোনা শনাক্তকরণ কিট রপ্তানির অনুমোদন পেল ইরান

পোস্ট হয়েছে: মে ২০, ২০২০ 

news-image

বিশ্বের আটটি দেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট রপ্তানির অনুমোদন পেয়েছে ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো। মঙ্গলবার এই তথ্য জানিয়ে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি বলেন, জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো করোনাভাইরাস শনাক্তকরণ কিট উৎপাদন শুরু করেছে। তারা আট দেশে পণ্য রপ্তানির অনুমোদন লাভ করেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরে সাত্তারি বলেন, ইরানের বর্তমানে দিনে ১০ লাখ সেরোলজি টিস্ট কিট এবং মাসে ১৫ লাখ সি-ক্রিয়েটিভ প্রোটেইন (সিপিআর) টেস্ট কিট উৎপাদনের সক্ষমতা রয়েছে। তিনি বলেন, উল্লিখিত পরিমাণ টেস্ট কিটের একটা অংশ দেশীয়ভাবে ব্যবহৃত হয়। আর বাকি অংশ রপ্তানি করা হচ্ছে।

ইরান এমন পরিস্থিতিতে করোনা শনাক্তকরণ কিট রপ্তানি করছে যখন দেশটিতেই কোভিড-১৯ মহামারির কারণে ব্যাপক পরিমাণে এসব কিট প্রয়োজন হয়। কিন্তু জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করতে সক্ষম হয়েছে দেশটি।

এরআগে ১২ মে বিশ্বে প্রথম ইরানের তৈরি করোনাভাইরাসের ন্যানো টেস্ট কিট উম্মোচন করা হয়। ভিপি সাত্তারি এসব কিটের উম্মোচন করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।