মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী শুক্রবার প্রেসটিভি ‘আরবাইন: ট্রুথ লাইভস অন’ প্রচারিত হবে

পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০১৮ 

news-image

ইরানের প্রেসটিভিতে আগামী শুক্রবার প্রচারিত হবে ‘আরবাইন:ট্রুথ লাইভস অন’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র। এ প্রামাণ্যচিত্রে কারবালার বিয়োগান্তক ঘটনা ও ইরাকে ইমাম হোসাইনের মাজার অভিমুখে জিয়ারতে লাখ লাখ মানুষের পদযাত্রা দেখানো হয়েছে। ইমাম হোসাইনের শাহাদাতের চল্লিশতম দিবসের বার্ষিকী পালন ‘আরবাইন’ নামে পরিচিত। এ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদরেজা মোহাম্মাদি নেজাত। এ প্রামাণ্যচিত্রে বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাক্ষাতকার নেয়া হয়েছে যারা আরবাইনে যোগ দেন। তারা সত্যের পক্ষে ইমাম হোসাইনের লড়াই ও তার আত্মত্যাগের তাৎপর্য এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বক্তব্য দিয়েছেন। আগামী শুক্রবার প্রেস টিভি চ্যানেলে তেহরান সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এ প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে। এরপরের দিন শনিবার দুপুর আড়াই ও রাত ১১টা ও শনিবার বিকেল পাঁচটায় পুনরায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি। মেহর