বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আগামী বছর সেন্সর স্যাটেলাইট পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: মে ৩১, ২০১৭ 

news-image

আগামী বছর দেশীয় তৈরি নতুন একটি সেন্সর স্যাটেলাইট পাঠাবে ইরান। এ কৃত্তিম উপগ্রহের নাম দেয়া হয়েছে ‘সোহা’। ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান হাদ্দাদপুর গত রোববার এ তথ্য জানিয়েছেন।

ফিনানসিয়াল ট্রিবিউনের খবরে বলা হয়, হাসান হাদ্দাদপুর বলেন, ‘আগামী বছর প্রথম সেন্সর-কর্মক্ষম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর নাম ‘সোহা’।’

স্যাটেলাইটটির সক্ষমতা সম্পর্কে তিনি জানান, উপগ্রহটি ১৫ মিলিয়ন পিক্সেল রেজুলেশনের ছবি তুলে বস্তু শনাক্ত করতে পারবে। এটি ৩৬ হাজার কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হবে।

ইরানের টেলিকম মন্ত্রী মাহমুদ ভাইজি এর আগে ঘোষণা করেন, ‘নাহিদ ১’ ও ‘পায়াম-ই আমির কবির’ নামে ইরানের তৈরি দু’টি নতুন স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত সেগুলি কর্মক্ষম হয়নি।

ইরান গত ফেব্রুয়ারিতে দেশে প্রথমবারের মতো নতুন এই দু’টি সেন্সর স্যাটেলাইট তৈরির ঘোষণা দিয়েছিল। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।