সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইএসএসএফ বিশ্বকাপে ইরানের এয়ার পিস্তল নারী দলের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০২২ 

news-image

আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) আয়োজিত শুটিং বিশ্বকাপে সোনা জিতেছে ইরানের নারী এয়ার পিস্তল দল।তেহরান টাইমের প্রতিবেদনে বলা হয়, বুধবার ১০ মিটারের এয়ার পিস্তল নারী দলের খেলায় সেরা হন ইরানের গোলনুশ সেবগাতোল্লাহি, হানিয়াহ রোস্তামিয়ান এবং ইলহাম হারিজানি।ফাইনাল ম্যাচে ইরানি নারীরা থাইল্যান্ডের চিদচানোক হিরুনফোম, তানিয়াপোর্ন প্রুকসাকর্ন এবং কন্যাকর্ন হিরুনফোমকে ১৬-১২ পয়েন্টে পরাজিত করে।ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) শুটিং বিশ্বকাপ ইভেন্টটি ১১ এপ্রিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।