অ্যালিশ কুস্তি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১ম ইরানি নারীরা
পোস্ট হয়েছে: মে ২৫, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/05/1787138.jpg)
কিরগিজস্তানে আলিশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ইরানি নারীরা।
ইরানি দল কিরগিজস্তানে আলেশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৬ জন প্রতিনিধি নিয়ে অংশগ্রহণ করে।
রোববার প্রতিযোগিতা শেষে ইরানের নারী জাতীয় দল একটি স্বর্ণপদক, চারটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থান দখল করে। এছাড়াও অ্যালিশ কুস্তি এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের প্রতিযোগিতায় ইরান ৬ জন কুস্তিগির নিয়ে অংশ নেন। মাত্র একটি ব্রোঞ্জপদক জিতে পুরুষদের প্রতিযোগিতা শেষ করে দেশটি। সূত্র: মেহর নিউজ।