বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ত্র নিষেধাজ্ঞা উঠলেই প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি শুরু করবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২০ 

news-image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির দরজা উন্মুক্ত হবে।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ইরান তার প্রয়োজনীয় অস্ত্রের জন্য বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করে না এবং এই খাতে তার দেশ স্বয়ংসম্পূর্ণ।

আমেরিকার অস্ত্র নিষেধাজ্ঞা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে হাজিজাদেহ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরিকল্পনা ও কর্মসূচির কোনো পরিবর্তন করা হয়নি এবং আমরা স্বয়ংসম্পূর্ণ। যদি অবরোধ উঠে যায় তাহলে রপ্তানির পথ খুলে যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।