বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ইরানের ‘আওয়ার ইউনিফর্ম’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ 

news-image
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স আয়োজিত আসন্ন ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) অ্যানিমেশন শর্ট ফিল্ম বিভাগের জন্য বাছাই করা হয়েছে ইয়েগানে মোগাদ্দামের ইরানি শর্ট অ্যানিমেশন ‘আওয়ার ইউনিফর্ম’।
অস্কারের জন্য বাছাই করা চূড়ান্ত ১৫টি অ্যানিমেশনের মধ্যে শর্ট ফিল্মটি রয়েছে। এই বিভাগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ৯৩টি চলচ্চিত্রের মধ্য থেকে এই ১৫টি নির্বাচিত হয়েছে। খবর মেহর নিউজের।
‘আওয়ার ইউনিফর্ম’-এ দেখা যাবে, একজন ইরানি মেয়ে তার পুরনো ইউনিফর্মের বলিরেখা এবং কাপড়ের মাধ্যমে স্কুল-বয়সের স্মৃতি মনে করছে। এটি বেশ আক্ষরিক অর্থেই দেখা যাবে। কাগজ, ক্যানভাস বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরিবর্তে মোগাদ্দাম স্কুলের ইউনিফর্ম তৈরির জন্য ব্যবহৃত কাপড়ে সরাসরি আঁকা একটি চরিত্রের গল্প তুলে ধরেছেন। মেয়েটি একটি ভাল ভবিষ্যতের স্বপ্ন দেখে।
মোগাদ্দামের সাত মিনিটের অ্যানিমেশনটি স্পেনের অ্যানিমায়ো ফেস্টিভালে গ্র্যান্ড জুরি পুরস্কার এবং ফ্রান্সের অ্যানেসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভালে সেরা শর্ট অ্যানিমেশন পুরস্কার জিতেছে। ফলে ২০২৪ সালের অস্কারের জন্য যোগ্যতা অর্জন করে ইরানি শর্ট ফিল্মটি।
শর্ট ফিল্মটি বিভিন্ন কৌশল এবং মিডিয়াকে একত্রিত করার ক্ষমতার জন্য দাঁড়িয়েছে, যা মিক্সড মিডিয়া নামে পরিচিত, একটি অনন্য এবং সৃজনশীল পদ্ধতির মাধ্যমে একটি দৃশ্যত চিত্তাকর্ষক অভিজ্ঞতা তৈরি করে। সূত্র: তেহরান টাইমস