অলিম্পিকে রুপা জিতলো ইরানের দাভুদি
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১
টোকিও অলিম্পিক গেমসে বুধবার ভারোত্তোলন প্রতিযোগিতায় ভাইস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানি ভারোত্তোলক আলি দাভুদি। পুরুষদের +১০৯ কেজি ওজন-শ্রেণিতে তিনি রুপার মেডেল জিতেছেন।
ইরানি এই অ্যাথলেট স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ১৯১ কেজি ওজন তুলতে সক্ষম হন। এরপর দ্বিতীয় ও তৃতীয় প্রচেষ্টায় তিনি সফলভাবে ১৯৬ কেজি ও ২০০ কেজি ওজন তোলেন।
এদিকে, ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথম প্রচেষ্টায় ২৩৪ কেজি ওজন তুলতে সক্ষম হন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ২৪০ কেজি ওজন তুলতে সক্ষম হননি।
এরপর ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রচেষ্টায় দাভুদি ২৪১ কেজি ওজন তুলে টোকিও অলিম্পিকে রুপার মেডেল জয় করেন। এই বিভাগে জর্জিয়ার লাশা তালাখাদজে মোট ৪৮৮ কেজি ওজন তুলে সোনার পদক জয় করেন। অন্যদিকে ভাইস চ্যাম্পিয়ন দাভুদি মোট ৪৪১ কেজি ওজন তোলেন।
টোকিও অলিম্পিকে দাভুদির মেডেল ছিল প্রথম রুপার মেডেল এবং ইরানের জন্য চতুর্থতম মেডেল। সূত্র: মেহর নিউজ এজেন্সি।