অলিম্পিকে ইরানি দলের নাম ‘স্টারস অব ইরান’
পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২১
‘সব ইরানের জন্য’ এই স্লোগান নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে ইরান।দেশটির অলিম্পিক দলের নাম দেয়া হয়েছে ‘স্টারস অব ইরান’ । প্রতীক থাকছে জামে-ই আরজান। প্রাচীন সভ্যতার এলামাইট আমলে জামে-ই আরজান নামের উৎপত্তি। ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ইরান তিনটি স্বর্ণপদক পেয়েছিল। একটি রৌপ্য ও তাম্র পদকও পায় ইরান। পদক তালিকায় সেবার ইরানের অবস্থান ছিল ২৫তম। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ইরান ৭টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও একটি তাম্র পদক পায়। টোকিও অলিম্পিক আরম্ভ হবে আগামী ২৩ জুলাই এবং তা চলবে ৮ আগস্ট। আর প্যারালিম্পিক শুরু হবে ২৪ আগস্ট থেকে এবং তা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কোভিড মহামারীর কারণে গতবছর অলিম্পিক হয়নি। তেহরান টাইমস