বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিককে সামনে রেখে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ইরান বাস্কেটবল দল

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২১ 

news-image

আসন্ন ২০২০ অলিম্পিক গেমসকে সামনে রেখে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ইরানের জাতীয় বাস্কেটবল দল। ইরান অলিম্পিক ড্র-তে গ্রুপ এ-তে পড়েছে। এই গ্রুপে আরও রয়েছে বিশ্বসেরা দল আমেরিকা ও ফ্রান্স।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাস্কেটবল ফেডারেশনের (আইআরআইবিএফ) প্রেসিডেন্ট রামিন তাবাতাবায়েই বলেন, অলিম্পিক প্রস্তুতির জন্য ইরান জাপান, স্পেন ও আর্জেন্টিনার সাথে প্রীতি ম্যাচ খেলবে।

তিনি বলেন, জর্ডান থেকে ফেরার পর বাস্কেটবল টিম টোকিওতে প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে। ইরান জাপানের সাথে তিন অথবা চারবার খেলবে। সূত্র: তেহরান টাইমস।