অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে ইরান ও কাতার
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০১৭
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পণ্য আমদানি করতে আগ্রহী কাতার এবং এজন্য তেহরানের সঙ্গে দোহা আলোচনা করছে। এছাড়া, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য কিছু চুক্তি করতে চায় কাতার।
ইরানের বাণিজ্য বিষয়ক একজন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার কৃষিপণ্য রপ্তানি বিভাগের প্রধান মোজতবা খোশরুতাজের দোহা সফরের সময় এ নিয়ে আলোচনা হয়েছে। দু দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উন্নয়ন ও দ্বিপক্ষীয় চুক্তি করা যায় তার উপায় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য বাড়ানোর জন্য তিনি ইরানের শিপিং লাইনকে সমুদ্রপথে পণ্য পরিবহনের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের আহ্বান জানান।
কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খোশরুতাজ ব্যাংকিং লেনদেন ও আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির ওপর গুরুত্বারোপ করেন। দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতসহ অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এ বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: পার্সটুডে।