শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অর্থনৈতিক কূটনীতি জোরদারকে ইরান অগ্রাধিকার দেবে: জারিফ

পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০১৭ 

news-image

আগামী চার বছর ইরানের অর্থনৈতিক কূটনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসনে দ্বিতীয় মেয়াদের জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি এ মন্তব্য করলেন। পার্সটুডের খবর।

শনিবার ইরানি সংবাদ সংস্থা ইকনাকে জারিফ বলেন, যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জনগণের জীবন-মান উন্নয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করা উচিত তাই আমরা অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে চায়। দ্বিতীয়ত, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রেও অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

প্রতিরোধমূলক অর্থনীতি বিশেষ করে তেলবহির্ভূত পণ্য রপ্তানি বাড়ানোর পাশাপাশি বিদেশী বিনিয়োগ আকর্ষণে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালোভাবে কাজ করবে বলে জানান জারিফ। ইরানের এ কূটনীতিক আরো বলেন, তার মন্ত্রণালয় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করবে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে।