অবরোধ তুলে নিলে ইরান হতে পারে বিজ্ঞানপ্রযুক্তির কেন্দ্রস্থল
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধানদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
জাওয়াদ জারিফ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দেশের উচ্চ সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক দেশে কার্যকর ও প্রতিযোগী জনশক্তি তৈরি করতে পারে। একই সাথে এলিটদের দেশত্যাগের হারও কমাতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।