অতিথিশালায় রূপান্তরিত হচ্ছে গোরগানের ছয় ঐতিহাসিক ভবন
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২১

ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের গোরগান শহরের ছয়টি ঐতিহাসিক ভবনকে অতিথিশালায় রূপান্তরিত করা হবে। গোলেস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের মহাপরিচালক আহমাদ তাজাররি রোববার এই তথ্য জানিয়েছেন। খবর ইলনার।
তিনি বলেন, শহরের ঐতিহাসিক ভবনগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে ওই ছয়টি ভবন মেরামত করা হচ্ছে। এগুলোর মোট আয়তন ১ হাজার ৭৯৫ বর্গমিটার। উপরিকাঠামোর আয়তন ১ হাজার ১০৮ বর্গমিটার। ভবনগুলো পুনরুদ্ধারে ১৪৮ বিলিয়ন রিয়াল (প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে।
এই কর্মকর্তা আরও জানান, ভবনগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক আহমাদ দুস্ত (নোনহাল), আসিয়াবান ও মিরজায়েই হাউজ; এগুলো ব্যবহার করা হবে আবাসিক ও অভ্যর্থনা কেন্দ্র হিসেবে, ঐতিহাসিক সেফিদিয়ান হাউজ, যেটি ব্যবহার করা হবে অভ্যর্থনা কেন্দ্র হিসেবে, ঐতিহাসিক তিঘাভি হাউজ, এটি ব্যবহার করা হবে অভ্যর্থনা ও বিনোদন কেন্দ্র হিসেবে। সূত্র: তেহরান টাইমস।