অটো উৎপাদনে ইরান-সিরিয়া চুক্তি সই
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২১

সিরিয়ায় সিয়ামকো অটো কোম্পানি পুনরায় স্থাপন করার জন্য একটি সহযোগিতা চুক্তি সই করেছে তেহরান ও দামেস্ক। সিরিয়ার শিল্পমন্ত্রী জিয়াদ সাব্বাগ বলেন, মঙ্গলবার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি ও দামেস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জাভাদ তোরকাবাদির উপস্থিতিতে দুদেশের মধ্যে অটো উৎপাদনের এই চুক্তি সই হয়।
তিনি জানান, বৈঠকে উভয় পক্ষ ইরানি-সিরীয় গাড়ি কোম্পানি সিয়ামকো পুনরায় চালু করতে দুদেশের মধ্যে যৌথ সহযোগিতার বিষয়ে সম্মত হয়।
সিয়ামকো কার কোম্পানি ২০০৭ সালে দামেস্কের উপকণ্ঠে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি সিরিয়ায় প্রথম দেশীয় গাড়ি উৎপাদন শুরু করে।
এদিকে, সিরিয়া সফরে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি দামেস্কে ইরানের একটি উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।