ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা, দ্বিতীয় বাংলাদেশের লাবিবা
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫

ইরানের ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।খোরাসান রাজাভি প্রদেশের মাশহাদে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় নারীদের কোরআন মুখস্থ বিভাগে রানার-আপ হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের মোতাহহারা লাবিবা। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের ফাতেমে দালিরি ও তৃতীয় পুরস্কার জিতেছেন ইয়েমেনের আফনান রাশাদ আলী ইয়াকুব।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, অনুষ্ঠানে সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাদেশিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারীদের তরতিল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের গাজালহ সোহেইলিজাদে। নাইজেরিয়ার আয়েশা মুহাম্মদ ইবনে মুত্তালিব এবং লেবাননের হাওরা হায়দার হামজি দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার জিতেছেন।
পুরুষদের বিভাগে, ইরানের মোজতবা কাদবেগি তারতিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। ইরাকের হায়দার আলী ইবনে মুহাম্মদ আল-মুসাভি এবং লেবাননের কাসেম মুহাম্মদ হামদান এই বিভাগে যথাক্রমে রানার-আপ পুরস্কার এবং তৃতীয় পুরস্কার জিতেছেন।
তেলাওয়াত বিভাগে ইরানের সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিপুর প্রথম স্থান অধিকার করেছেন। মিশরের মুহাম্মদ হোসেইন মুহাম্মদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং ইরাকের আহমদ রাজাক আল-দুলফাইন তৃতীয় স্থান অধিকার করেছেন।
কুরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের মোহাম্মদ খাকপুর। দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন লিবিয়া থেকে মুর্তজা হোসেন আলী আকাশ এবং তৃতীয় পুরস্কার জিতেছেন মিশরের আহমেদ মুহাম্মদ সালেহ ইব্রাহিম ইসা।