কারবালা
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২২
কারবালা
রাজু রফিক
ইতিহাস বলে কারবালা হলো
অনন্য এক ঘটনা,
সত্যের প্রতি এত প্রেম দেখে
বিস্মিত হই কত না!
সত্যি যে তারা জীবনের চেয়ে
সত্যের ছিল ভক্ত,
তাই সব জেনে মৃত্যুকে মেনে
দিল যে জীবন, রক্ত।
সত্য ও হোসাইন পুরোপুরি এক
শাহাদাতে পুরো জিন্দা,
শত্রুকে তার জানাই লনত
লক্ষ কোটি নিন্দা।