মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের শীর্ষস্থানীয় কৃষিপণ্য উৎপাদনকারী দেশগুলো অন্যতম ইরান

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২২ 

news-image
ইরান বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কৃষিপণ্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অবস্থান করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান এই চিত্র উঠে এসেছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা আইআরএনএ।
এফএও এর তথ্য মতে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম খেজুর, মধু, পেস্তা এবং আখরোট উৎপাদনকারী দেশ।
ইরানের কৃষকরা বছরে ১ দশমিক ২৮ মিলিয়ন টন খেজুর উৎপাদন করে। মিশর এবং সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদক দেশটি।
ইরানে প্রতি বছর ৮০ হাজার টন মধু উৎপাদন হয়। চীন ও তুরস্কের পরে দেশটিতে সর্বোচ্চ মধু উৎপাদন হয়। অন্যদিকে, চীনে প্রতি বছর আনুমানিক ৪ লাখ ৫৮ হাজার টন মধু উৎপাদন হয়। সূত্র: তেহরান টাইমস।