ইরানের দৃষ্টিনন্দন মারানজাব মরুভূমি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/4265995_575-750x375-1.jpg)
অপরূপ সৌন্দর্য আর প্রাচীন ঐতিহ্যের লীলাভূমি ইরান। সৈকত, বন-জঙ্গল, পর্বত ও সবুজ-শ্যামলে আচ্ছাদিত বিভিন্ন অঞ্চল ছাড়াও দেশটির মধ্যভাগে রয়েছে সুন্দর সুন্দর অনেক মরুভূমি। এখানকার দৃষ্টিনন্দন মারানজাব মরুভূমি ইরানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দর্শনীয় এই স্থানটি দেশ ও দেশের বাইরে থেকে আসা পর্যটকের আনাগোনায় সবসময় মুখরিত হয়ে থাকে।
অমসৃণ রাস্তা দিয়ে ভ্রমণের ক্ষেত্রে মরুভূমিটি অন্যতম সেরা স্থান। এটি ইসফাহান প্রদেশের আরান ও বিদগোল শহরের উত্তরে অবস্থিত। বান্দ-ই রিগ মরুভূমির উত্তরে রয়েছে নোনা পানির লেক এবং পূর্বে রয়েছে ডিজার্ট ন্যাশনাল পার্ক। পশ্চিমে রয়েছে মাসিলেহ মরুভূমি, হোজ-ই সুলতান ও মোরেহ লেক এবং উত্তর দিকের বাকি অংশে রয়েছে আরান ও বিদগোল শহর।
সমুদ্রপৃষ্ঠ থেকে মরুভূমির গড় উচ্চতা প্রায় ৮৫০ মিটার। পুরো মরুভূমির উপরিভাগ বালুময় পাহাড় ও সাবুলাস দিয়ে ঢাকা। এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে নেকড়ে, হায়না, র্যাপেলের শিয়াল, বালির বিড়াল, পর্যবেক্ষক টিকটিকি, গিরগিটি, টিকটিকি, বিশেষ প্রজাতির সাপ, বিচ্ছু, পার্ট্রিজ, ঈগল এবং ফ্যালকন।
এই মরুভূমির প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে উঁচু উঁচু টিলা, অন্তহীন সমভূমি, কালো পর্বত (সিয়াহ কুহ), সূর্য ওঠা ও ডোবার মনোমুগ্ধকর দৃশ্য, হ্যালোক্সিলন জঙ্গল, নুনের হ্রদ এবং অতি সুন্দর আকাশ। যেন আপনি স্বর্গে পৌঁছতে পারবেন এবং তারকাগুলো ছুঁতে পারবেন।
![](https://www.culturalexbd.com/wp-content/uploads/2020/11/48684-th4.jpg)
সল্ট লেক
![](https://www.culturalexbd.com/wp-content/uploads/2020/11/جزیره-سرگردان،-مرنجاب-2-1.jpg)
জাজিরেইয়ে সারগারদানি
![](https://www.culturalexbd.com/wp-content/uploads/2020/11/کاروانسرای-مرنجاب-1.jpg)
কারাভানসারেই
![](https://www.culturalexbd.com/wp-content/uploads/2020/11/৪-750x536.jpeg)
![](https://www.culturalexbd.com/wp-content/uploads/2020/11/unnamed-2.jpg)