আজ পবিত্র আরবাইন, ইমাম হোসেন আ. এর শাহাদাতের চেহলাম বার্ষিকী
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০২০

আজ বৃহস্পতিবার রাসুল সা. এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ. এর শাহাদাতের চেহলাম বার্ষিকী। আরবাইন বা ১০ই মহররমের ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী এই শোক অনুষ্ঠানে যোগ দেবেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ী। ভার্চুয়াল এই অনুষ্ঠানসহ আরবাইনের বিভিন্ন তথ্য জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।
http://moballegh.icro.ir/index.aspx?siteid=117&fkeyid=&siteid=117&pageid=43986%E2%80%8E