মহাকাশ বিজ্ঞান: আমেরিকায় প্রথম হলো ইরানি শিক্ষার্থীরা
পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৯

আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স (এআইএএ) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইরানি শিক্ষার্থীরা। মহাকাশ বিজ্ঞানের ওপর ২০১৯ এআইএএ প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ফারাজ টিম এই কৃতিত্ব লাভ করে।
এআইএএ এর ডিজাইন প্রতিযোগিতার গ্যাস টারবাইন নকশা বিভাগে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে। তেহরানভিত্তিক বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এআইএএ ফাউন্ডেশন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে।
এরআগে ফারাজ টিম গত জুনে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে শীর্ষ তিন দলের মধ্যে জায়গা করে নেয়। এতে ইঞ্জিন ডিজাইন প্রতিযোগিতায় নিজেদের দেওয়া প্রস্তাবনার ওপর প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় ইরানি শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার প্রথম ধাপে ১৫টি টিম প্রস্তাবনা দাখিল করে। এদের মধ্য থেকে শীর্ষ তিন দলের মধ্যে জায়গা করে নেয় ইরানি টিম। জানা যায়, ইরানি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় প্রতিযোগিতার এই পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানি শিক্ষার্থীরা তাদের প্রস্তাবনা উপস্থাপন করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।