সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক সুফি উৎসবে মঞ্চ মাতাল ইরানি দল খলিফা ঘোসি

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০১৯ 

news-image

‘জীবনের জন্য সংগীত’ এই বাস্তব সত্যকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুইদিন ব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সুফি মিউজিক ফেস্ট’। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হওয়া দু’দিনের এ উৎসবের প্রথম দিনে সুফি সংগীতের মূর্ছনায় মঞ্চ মাতিয়ে তোলেন ইরানের সুফি মিউজিক দল খলিফা ঘোসি , সুফি নৃত্য পরিবেশন করেন মিশরের শিল্পী মোহামেদ গারেব ও তাঁর দল এবং নেপালের কুটুম্বা।ঝুমুর গান করেন পশ্চিমবঙ্গের শিল্পী আত্রেয়ী মজুমদার, শিল্পী ফারজানা করিম ও তার দল।

দ্বিতীয় দিন সুফি সংগীত পরিবেশন করেন ভারতীয় সুফি শিল্পী কবিতা শেট, সুফি নৃত্য পরিবেশন করেন মিশরের শিল্পী মোহম্মেদ গারেব, শিল্পী হাসান সিহাবী, ফকির সাহাবুদ্দিন, দীপঙ্কর দে প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বেশ মনভরে সুফি সংগীত উপভোগ করেন। মূহুর্মূহু করতালিতে উৎসব অঙ্গনে এক অন্যরকম আবহ সৃষ্টি হয়। ‘হাটখোলা ফাউন্ডেশন’ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৩য় আন্তর্জাতিক সুফি উৎসব উদযাপিত হয়। দুইদিনব্যাপী এবারের উৎসবে বাংলাদেশসহ পাঁচটি দেশের ৯১জন সুফি, লোকসংগীত শিল্পী ও সাধক অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৫০ জন এবং বাকি ৪১ জন ভারত, ইরান, মিশর ও নেপাল থেকে এসেছেন।