ইরানের নারী প্যারা শুটার জাভানমারদির স্বর্ণ-পদক জয়
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০১৯
আল আইন ২০১৯ ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্ট ওয়ার্ল্ড কাপে স্বর্ণ-পদক জিতেছে ইরানি নারী শুটার সারায়েহ জাভানমারদি। মঙ্গলবার প্যারা অ্যাথলেটদের এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
জাভানমারদি এ পর্যন্ত প্রথম ইরানি নারী শুটার যিনি প্যারালিম্পিক গেমসের শুটিং ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন। তিনি প্যারালিম্পিকে পি২-ওমেন্স ১০ এম এয়ার পিস্তোল এসএইচ১ এ প্রতিযোগিতা করে ২৩২ দশমিক ৬ পয়েন্ট সংগ্রহ করেন। ঘরে তোলেন সোনার মেডেল।
এই বিভাগে রৌপ্য পদক লাভ করেন ইউক্রেনের আইরিনা লিয়াখু। তিনি সংগ্রহ করেন ২২৯ দশমিক ৪ পয়েন্ট। অন্যদিকে ইউক্রেনের নাদিয়া ফারিও ২০৯ দশমিক ৭ পয়েন্ট সংগ্রহ করে জিতে নেন ব্রোঞ্জ মেডেল।
এরআগে দিনের শুরুতে আর২-ওমেন্স ১০এম এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ এ ইরানের রোকায়েহ শোজায়ি ব্রোঞ্জ মেডেল লাভ করেন। তিনি সংগ্রহ করেন ২২৫ দশমিক ৬ পয়েন্ট।
এই বিভাগে তুরস্কের কাগলা আতাকাল ২৪৭ দশমিক ৬ পয়েন্ট সংগ্রহ করে স্বর্ণ-পদক জয় করেন। রৌপ্য পদক জিতেন চীনা প্যারা শুটার কুইপিং ঝাং। তিনি স্কোর করেন ২৪৭ দশমিক ৪ পয়েন্ট। সূত্র: তেহরান টাইমস।