রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৯৫ ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতা হয়েছে: ইরান

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২১ 

news-image

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে এদেশের প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের ওপর থেকে শতকরা ৯৫ ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে এরইমধ্যে নীতিগত সমঝোতা হয়েছে।

তিনি ভিয়েনায় চতুর্থ দফা সংলাপ শেষে দেশে ফিরে রোববার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি গত চার দফা আলোচনা সম্পর্কে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে বলেন, শতকরা ৯৫ ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বাকি পাঁচ ভাগ নিয়েও আলোচনা চলছে এবং পরবর্তী আলোচনায় এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ব্যবস্থা করা সম্ভব হবে।

আরাকচি বলেন, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আরোপিত প্রায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঐক্যমত্য হয়েছে। তবে ব্যক্তি পর্যায়ে প্রায় ১,৫০০ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যার মধ্যে ১,১০০ নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি আদায় করা গেছে। বাকি ৪০০ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে। পার্সটুডে/