৮৬ বছর বয়স্ক ব্যক্তির মাস্টার ডিগ্রি অর্জন
পোস্ট হয়েছে: জুন ১, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/06/2094426-1.jpg)
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের আজাব-শির আজাদ বিশ্ববিদ্যালয় থেকে ৮৬ বছর বয়স্ক এক ব্যক্তি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। মির-কানবার হায়দারি শিশভান সামাজিক বিজ্ঞানে ২০১২ সালে তাব্রিজ আজাদ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এর পরের বছর তিনি পোস্টগ্রাজুয়েট ডিগ্রিতে পড়াশুনা শুরু করেন। তরুণদের কাছ থেকে প্রেরণা নিয়ে তিনি এখন ডক্টরেট করতে চান। তিনি একজন শিক্ষক ও ব্যাংকে কাজ করেন। তাকে নিয়ে একটি প্রামান্যচিত্র তৈরি হবার পর তা জাপান ও সুইজ্যারল্যান্ডে প্রদর্শিত হয়। জাপানে ওই প্রামান্যচিত্রটি পুরস্কার লাভ করে।
মির-কানবার হায়দারি শিশভানের একটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তিনি আরো তিনটি বই লিখছেন। আগামীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। সূত্র: তেহরান টাইমস