৭ মাসে ৪৭ লাখ ৪ হাজার ৫০৯ জন ইরানির বিদেশ সফর
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০১৯

চলতি ফারসি বছরের প্রথম ৭ মাসে ইরানের ৪৭ লাখ ৪ হাজার ৫০৯ জন ইরানি নাগরিক বিদেশ সফর করেছেন। তবে গত বছরের একই সময়ের তুলনায় ইরানি নাগরিকদের বিদেশ ভ্রমণ হ্রাস পেয়েছে ১১ শতাংশ। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ট্যুরিজম অর্গানাইজেশন বলছে ইরানি নাগরিকদের প্রধান গন্তব্য ছিল ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্জিয়া, জার্মানি, কাতার ও সৌদি আরব।
গত বছর ১০ কোটি ৫২ লাখ ৪ হাজার ৯৫২ জন ইরানি নাগরিক বিদেশ সফর করেন। অন্যদিকে চলতি ফারসি বছরের প্রথম ৭ মাসে ৪৭ লাখ ৩৯ হাজার ৪১৩ জন বিদেশি নাগরিক ইরান সফর করেছেন। বিদেশি পর্যটকদের সফর গত বছরের তুলনায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন