রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৭০০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি করল ইরান, রাশিয়া ও তুরস্ক

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০১৭ 

news-image

তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল কোম্পানি গত সপ্তাহে ইরানের গাদির ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি ও রাশিয়ার জারুবেঝনেফতের সঙ্গে ৭০০ কোটি ডলারের এক বিনিয়োগ চুক্তি করেছে।

বিনিয়োগ চুক্তি অনুযায়ী, ইরানের তিনটি তেলক্ষেত্রের উন্নয়ন করে এক হাজার কোটি ব্যারেল তেল উত্তোলন করা হবে। তবে ওই তিনটি তেলক্ষেত্র থেকে প্রতিদিন তেল উত্তোলন করা সম্ভভ হবে এক লাখ ব্যারেল এবং গ্যাস উত্তোলন সম্ভব হবে ৭,৫০০ কোটি ঘন মিটার।

ইউনিট কোম্পানি ইরানের গ্যাসক্ষেত্রের নাম উল্লেখ করে নি তবে তুরস্ক এ গ্যাসক্ষেত্র থেকে ১৫০ বছর পর্যন্ত তাদের গ্যাস চাহিদা মেটাবে। তুরস্ক বর্তমানে প্রতি বছর ৫ হাজার কোটি ঘন মিটার গ্যাস আমদানি করে।

ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় চুক্তি এই প্রথম। চুক্তির আওতায় তিন দেশ ইরানে ও তার বাইরে যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করবে। – প্রেসটিভি