রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৭০টি দেশে রপ্তানি হয় ইরানের জ্ঞান-ভিত্তিক পণ্য

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০২২ 

news-image
বিশ্বের ৭০টি দেশে পণ্য বাজারজাত করছে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানি। বৈশ্বিক বাজারে কিছু ইউরোপীয় এবং আমেরিকান কোম্পানিকেও ছাড়িয়ে গেছে এসব ইরানি কোম্পানি। ইরানের উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের উপপ্রধান সিভাশ মালেকি এই তথ্য জানান।
গত দুই দিনে জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির সংখ্যা ৬ হাজার ৮শ ছাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কোম্পানির অর্ধেক ইলেকট্রনিক্স এবং বিদ্যুত ক্ষেত্রে তৎপর।
গত বছর জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির রপ্তানি থেকে প্রায় ৮শ মিলিয়ন ডলার রাজস্ব আয় হয় এবং চলতি বছরে (২১ মার্চ শুরু হয়েছে) এটি ১ বিলিয়ন ডলারের উপরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।