বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৭০টি দেশের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স বিনিময় করবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২ 

news-image

বিশ্বের ৭০টি দেশের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স বিনিময় করবে ইরান। লাইসেন্স বিনিময়ের জন্য এসব দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের ট্রাফিক পুলিশের প্রধান সৈয়দ কামাল হাদিয়ানফার।তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় চালকরা বর্তমানে যে দেশে বসবাস করছে সেদেশে জারি করা লাইসেন্স লাভের জন্য তাদের ড্রাইভিং লাইসেন্স বিনিময় করতে সক্ষম হবে। ওয়াইজেসি এই খবর দিয়েছে।হাদিয়ানফার বলেন, ‘বর্তমানে, ৭০টি দেশ পুলিশের এজেন্ডায় রয়েছে।’ তিনি স্পেনের সাথে পরিকল্পনা শুরু করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা ইরানে স্প্যানিশ সার্টিফিকেট এবং স্পেনে ইরানি সার্টিফিকেটের সত্যতার জন্য একটি বিনিময় ব্যবস্থা বিবেচনা করেছি।‘‘আমরা আফগান নাগরিকদের এক বছরের সার্টিফিকেট ইস্যু করতে পারি যারা আমাদের দেশে থাকেন এবং বৈধভাবে বসবাস করেন, তবে কিছু বিদেশী ব্যবসায়ী আছেন যাদের দেশে বিনিয়োগ করার শর্ত রয়েছে, তারা ৩ বছরের সার্টিফিকেট পেয়েছেন’’ বলেন  তিনি। সূত্র: তেহরান টাইমস।