৬ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্টের আশা ইরানের
পোস্ট হয়েছে: অক্টোবর ১৬, ২০২০
চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২০ মার্চ ২০২১) ৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্টের আশা করছে ইরান। ইরানের বিনিয়োগ, অর্থনীতি ও প্রযুক্তিগত সহায়তা বিষয়ক সংস্থার বৈদেশিক বিনিয়োগ দপ্তরের মহাপরিচালক আবুলফজল কুদেয়েই এই তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের প্রথমার্ধে ইরানে ১ দশমিক ৪৬৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আশা করা হচ্ছে, এবছরের শেষ নাগাদ বিদেশি বিনিয়োগ হবে আরও ৬ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।