মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৬৯ দেশে ইরানের খেজুর রফতানি

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ৮৩ হাজার ১৯৪ টন খেজুর রফতানি করে আয় করেছে ৯৫.৩৮ মিলিয়ন ডলার। চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন) এসব খেজুর রফতানি করা হয়েছে। সবচেয়ে বেশি খেজুর রফতানি হয়েছে ভারতে ও আয় হয়েছে ১৬.১ মিলিয়ন ডলার। ইরাকে ১৪.৫৮ মিলিয়ন ডলারের খেজুর রফতানি করেছে ইরান। এছাড়া তুরস্কে ১২.০৮,কাজাখস্তানে ৭.৭৯ , আফগানিস্তানে ৪.৫১, আমিরাতে ৩.৫৩, রাশিয়ায় ২.৯৩,আযারবাইজানে ২.২ মিলিয়ন ও মালয়েশিয়ায় ১.৯ মিলিয়ন টন খেজুর রফতানি করে ইরান।ফিনান্সিয়াল ট্রিবিউন।