রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ 

news-image

গত ইরানি ক্যালেন্ডার বছরে (১৯ মার্চ যা শেষ হয়েছে) বিশ্বের ৬৭টি দেশে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২ লাখ ১০ হাজার টন মৎস্য পণ্য রপ্তানি করেছে ইরান। ইরানের ফিশারি অর্গানাইজেশন (আইএফও) এর প্রধান হোসেইন হোসেইনি এই তথ্য জানান।

উল্লেখিত পণ্যের রপ্তানি আগের বছরের তুলনায় ৫০ মিলিয়ন বেড়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
হোসেইনি জানান, দেশটি আগের ইরানি ক্যালেন্ডার বছর ১৪০১ সালে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের মৎস্য পণ্য রপ্তানি করে।

উল্লিখিত বছরে ৫২০ মিলিয়ন ডলারের ইতিবাচক বাণিজ্যিক ভারসাম্য ছিল উল্লেখ করে হোসেনি বলেন, দেশের মৎস্য শিল্পের ২ বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি সক্ষমতা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের জলজ চাষ শিল্প অগ্রগতির তরঙ্গে রয়েছে এবং কিছু মৎস্য পণ্য উৎপাদনে বিশ্বে উল্লেখযোগ্য স্থান পেয়েছে।

এটা উল্লেখ করার মতো যে ইরানের জলজ শিল্পের বৃদ্ধি ও বিকাশ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটি অঞ্চল ও বিশ্বের দেশগুলির জন্য একটি মডেল হয়ে উঠেছে। সূত্র: তেহরান টাইমস