৫ মাসে ইরানে জাফরান রফতানি ৩৩ ভাগ বৃদ্ধি
পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০১৮

ইরানে ফারসি বছরের প্রথম ৫ মাসে জাফরান রফতানি ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। গত ফারসি বছরের একই সময়ে ইরানে জাফরান রফতানির পরিমাণ ছিল ৬৯ টন যার আর্থিক মূল্য ছিল ৯২ মিলিয়ন ডলার। আর চলতি বছরের প্রথম ৫ মাসে জাফরান রফতানি থেকে আয় হয়েছে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে উৎপাদিত জাফরানের ৯০ ভাগ উৎপাদন করে ইরান। তবে বিশ্ব বাজারে জাফরানের মূল্য নিয়ে জটিলতা থাকায় এ পণ্য রফতানিতে আয় বৃদ্ধির বিষয়টি কিছুটা স্থবির হয়ে পড়েছে। ইরান বর্তমানে জাফরান রফতানি করছে ৯৫ টনেরও বেশি। স্পেন, আমিরাত, ইতালি,যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, কানাডা, জার্মানি, ব্রিটেন, হংকং, পাকিস্তান,অস্ট্রেলিয়া, ইরাক, ওমান, বাহরাইন, অস্ট্রিয়া, দক্ষিণআফ্রিকা,নেদারল্যান্ডস, জাপান, নিউজিল্যান্ড, চেকরিপাবলিক, ভিয়েতনাম,তাইওয়ান, কাতার ও কুয়েতে ইরান প্রধানত জাফরান রফতানি করে। মেহর নিউজ।