বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৫ মাসে ইরানে জাফরান রফতানি ৩৩ ভাগ বৃদ্ধি

পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০১৮ 

news-image

ইরানে ফারসি বছরের প্রথম ৫ মাসে জাফরান রফতানি ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। গত ফারসি বছরের একই সময়ে ইরানে জাফরান রফতানির পরিমাণ ছিল ৬৯ টন যার আর্থিক মূল্য ছিল ৯২ মিলিয়ন ডলার। আর চলতি বছরের প্রথম ৫ মাসে জাফরান রফতানি থেকে আয়  হয়েছে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে উৎপাদিত জাফরানের ৯০ ভাগ উৎপাদন করে ইরান। তবে বিশ্ব বাজারে জাফরানের মূল্য নিয়ে জটিলতা থাকায় এ পণ্য রফতানিতে আয় বৃদ্ধির বিষয়টি কিছুটা স্থবির হয়ে পড়েছে। ইরান বর্তমানে জাফরান রফতানি করছে ৯৫ টনেরও বেশি। স্পেনআমিরাতইতালি,যুক্তরাষ্ট্রভারতফ্রান্সকানাডাজার্মানিব্রিটেনহংকংপাকিস্তান,অস্ট্রেলিয়াইরাকওমানবাহরাইনঅস্ট্রিয়াদক্ষিণআফ্রিকা,নেদারল্যান্ডসজাপাননিউজিল্যান্ডচেকরিপাবলিকভিয়েতনাম,তাইওয়ানকাতার ও কুয়েতে ইরান প্রধানত জাফরান রফতানি করে।  মেহর নিউজ