৫ মাসে ইরানের তেল বহির্ভূত পণ্য রফতানি ১৯শ’ কোটি ডলার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৮

ইরান চলতি ফারসি বছরের প্রথম ৫ মাসে তেল ছাড়া অন্যান্য পণ্য রফতানি করেছে ১৯শ’ কোটি ডলারের। দেশটির ওপর একতরফা মার্কিন অবরোধের পরও তেল বহির্ভূত এধরনের পণ্য রফতানি আগের চেয়ে বেড়েছে। ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি বলেছেন, গত ৫ মাসে তার দেশের তেল বহির্ভূত পণ্য রফতানি ১৯শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া ১৩শ’ কোটি ডলারের সমপরিমাণ ইরানি মুদ্রার ছাড় দেয়া হয়েছে খাদ্য, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি আমদানির জন্যে।
ইরানের গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি করেছে। মার্কিন ডলারের পরিবর্তে ইরান বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন করছে এবং এধরনের সমন্বয় আগের চেয়ে আরো সুসংহত হয়েছে বলে হেম্মাতি জানান। তবে তেল বহির্ভূত পণ্য রফতানির ১৯শ’ কোটি ডলারের মধ্যে ৩শ’ কোটি ডলার গ্যাস ও তেল পণ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। ইরানের মোট রফতানির ৮০ ভাগই জ্বালানি পণ্যের। জ্বালানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে ইরান অন্যান্য পণ্য উৎপাদন ও বিনিয়োগের দিকে নজর দিচ্ছে। মেহর নিউজ।