বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৫ মাসে ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ৮৮ শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ৫ মাসে ইরানের ইস্পাত পণ্য ও ইস্পাত ইনগট রপ্তানি বেড়েছে যথাক্রমে ৮৮ ও ৩৯ শতাংশ।  ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন এবং সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন মতে, এবছরের প্রথম ৫ মাসে (২১ মার্চ থেকে ২১ আগস্ট) ইরান থেকে বিভিন্ন দেশে স্ল্যাব, ব্লুম এবং বিলেট সহ বিভিন্ন ধরনের  ৩০ লাখ ৭৯ হাজার টন ইস্পাত ইনগট রপ্তানি হয়েছে।

ইরানি ইস্পাত উৎপাদক সমিতির (আইএসপিএ) তথ্যমতে, আগের বছরের প্রথম ৫ মাসে (২১ মার্চ থেকে ২১ আগস্ট ২০২০) ইস্পাত ইনগট রপ্তানি হয় ২২ লাখ ১৩ হাজার টন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।