শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৫ বিমান ভরে কাতারে খাদ্য পাঠাল ইরান; যাচ্ছে ৩ জাহাজ

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৭ 

news-image

পাঁচটি কার্গো (পণ্যবাহী) বিমান ভরে কাতারে খাদ্য সামগ্রী পাঠিয়েছে ইরান। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ফল এবং শাক-সবজিও রয়েছে। প্রতিটি কার্গোতে প্রায় ৯০ টন করে খাদ্য সামগ্রী রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরানএয়ার’র মুখপাত্র শাহরুখ নুশ আবাদি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কাতারে যতক্ষণ পর্যন্ত চাহিদা থাকবে ততক্ষণ পর্যন্ত খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে। এর আগে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ৩৫০ টন খাদ্য সামগ্রী নিয়ে তিনটি জাহাজও ইরানি বন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হবে।

এদিকে, প্রতিদিন কাতারের ১০০টি ফ্লাইট ইরানের আকাশ সীমা ব্যবহার করছে। এর ফলে ইরানের আকাশে বিমান চলাচল ১৭ গুণ বেড়ে গেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ পবিত্র রমজান মাসে কাতারে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে দেশটিতে খাদ্য সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় কাতারের পাশে দাঁড়িয়েছে ইসলামি দেশ ইরান। সূত্র: পার্সটুডে।