শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৫৪ দেশে মেডিকেল সরঞ্জাম রপ্তানি করে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২১ 

news-image

ইরানি কোম্পানিগুলোর তৈরি মেডিকেল সরঞ্জাম বিশ্বের ৫৪টি দেশে রপ্তানি হয় বলে জানিয়েছেন দেশটির মেডিকেল সরঞ্জাম ও সরবরাহ বিষয়ক স্বাস্থ্য উপমন্ত্রী ইসহাক আমেরি। মঙ্গলবার ইরনা এই খবর দিয়েছে।তিনি বলেন, করোনাভাইরাস মহামারির আলোকে দেশীয় বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো উৎপাদন লাইন সম্প্রসারণের মধ্য দিয়ে লড়াইয়ের সম্মুখে চলে আসে, আমাদেরকে বেশ স্বনির্ভর করে তোলে।২০১৮ সালে ন্যাশনাল মেডিকেল ডিভাইস ডিরেক্টোরেট এর প্রতিবেদনে বলা হয়, ইরানের মেডিকেল সরঞ্জাম বাজারের পরিমাণ হচ্ছে আড়াই বিলিয়ন মার্কিন ডলার। এর ৩০ শতাংশ সহস্রাধিক দেশীয় ফার্মের সাথে সংশ্লিষ্ট।বৈশ্বিকভাবে ৫ লাখ মেডিকেল সরঞ্জাম আইটেমের মধ্যে ৫৬ শতাংশ ইরানি ভারসন আন্তর্জাতিক বাজারে পাওয়া যায়।ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির তথ্যমতে, দেশব্যাপী স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট ২২৭টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি মেডিকেল সরঞ্জাম সরবরাহ করে। সূত্র: তেহরান টাইমস।