শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৪৮ বছর পর এশিয়ান গেমসে নারী ভলিবল দল পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২২ 

news-image

ইরানের ভলিবল ফেডারেশনের প্রধান মোহাম্মদরেজা দাভারজানি বলেছেন, দেশটির নারী ভলিবল দল ৪৮ বছর পর এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছে।ইরান সর্বশেষ ১৯৭৪ সালের এশিয়ান গেমসে অংশগ্রহণ করে ইরানি মেরেয়া পঞ্চম স্থান অধিকার করে। এর আগে তারা ১৯৬৬ সালে থাইল্যান্ডে প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করে।দাভারজানি জানান, আলেসান্দ্রা ক্যাম্পেডেলির নেতৃত্বে ইরানের ভলিবল দল চীনের হাংঝুতে ২০২২ সালের এশিয়ান গেমসে অংশ নেবে। সূত্র: তেহরান টাইমস।