৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াড: বিশ্বের সেরা নারী দাবা প্রশিক্ষক ইরানের শাদি
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২২

ইরানের দাবা প্রশিক্ষক শাদি পারিদার ভারতের চেন্নাইতে ফিদে ৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে সেরা নারী দাবা প্রশিক্ষক হিসেবে পুরস্কার লাভ করেছেন।
ভারতের চেন্নাইয়ে বিশ্ব দাবা ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে দাবার বিভিন্ন ক্ষেত্রে ১৩ জন নারীকে সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট ইরানি দাবা খেলোয়াড় শাদি পারিদার ৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে সেরা নারী দাবা প্রশিক্ষক হিসেবে পুরস্কার পান। সূত্র: মেহর নিউজ।