রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৪০ বছরের ইরানি চলচ্চিত্র নিয়ে বার্সেলনায় উৎসব

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০১৯ 

news-image

ইরানে ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে দেশটির সাতজন প্রখ্যাত চলচ্চিত্রকারের নির্মিত চলচ্চিত্র নিয়ে উৎসব চলছে স্পেনের বার্সেলনায়। স্পেনের দর্শকদের কাছে সমাদৃত হচ্ছে এসব চলচ্চিত্র। ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও স্পেনের ইরানি দূতাবাস এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের টাইটেল হচ্ছে ‘এ রিভিউ অব ফোরটি ইয়ারস অব ইরানিয়ান সিনেমা’।

গত ১২ জানুয়ারি ইরানের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্বাস কিয়ারোস্তমির ‘ক্লোজআপ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ১৯ জানুয়ারি প্রদর্শিত হয় বাহরাম বিয়াজির ‘ট্রাভেলার্স’। ২৬ জানুয়ারি রাখসান বানিয়েতিমাদের ‘দি ব্লু-ভেইল্ড’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এছাড়া জননন্দিত ইরানি চলচ্চিত্র ‘লেইলা’, ‘দি গ্লাস এজেন্সি’, ‘আই এ্যাম তারানেহ – ১৫’, ‘সো ক্লোজ, সো ফার’ প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। মেহর